-->

নীলফামারী ডোমারে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত

ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। 
দিবসটি পালনের লক্ষে রোববার(১০ডিসেম্বর/১৭) ডোমার উপজেলা পরিষদ মোড়ে নেটওয়ার্ক অফ নন-মেইনস্ট্রিমড মারজিনালাইজড কমিউনিটিজ(এনএনএমসি)ফাউন্ডেশন ও রাইটস প্রকল্প(সার্প)এর আয়োজনে ঘন্টাব্যাপি এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। 




এনএনএমসি’র ডোমার উপজেলা আহবায়ক তৌহিদা জ্যোতির সভাপতিত্বে মানব-বন্ধনে বক্তব্য রাখেন- রংপুর জেলা এডভোকেসি প্লাটফর্মের কো-অর্ডিনেটর সারা মারান্ডী,রাইটস প্রকল্প(সার্প)উপজেলা এডভোকেসি অফিসার নাজমা বেগম, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো,সুুশীল সমাজের প্রতিনিধি মোস্তফা ফিরোজ প্রধান,জাকির হোসেন প্রধান, সাংবাদিক রওশন রশীদ,সাবেক কাউন্সিলর সেলিম রেজা, অনিল বাঁশফোর, রেখা রানী বাঁশফোর, প্রমূখ।

মানব-বন্ধনে বক্তারা বলেন,সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন,দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য খাস জমি বন্দবস্তো করা,দলিত জনগোষ্ঠীকে বিকল্প পেশায় তথা কারিগরী প্রশিক্ষনের সুযোগ বাড়ানো,হরিজন পল্লীর অবকাঠামো উন্নয়নে সরকারী বরাদ্দসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।
                               

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন