-->

ভারতে মদ্যপান বন্ধের দাবিতে সরব মুখ্যমন্ত্রী

এবার মুখ্যমন্ত্রীর পদের সেকেন্ড ইনিংস শুরুর পরই নিজের রাজ্যে মদ নিষিদ্ধ করেছিলেন নিতীশ কুমার৷ এবার দেশজুড়ে অ্যালকোহলের উপরে নিষেধাজ্ঞার দাবি তুললেন তিনি৷ রবিবার একটি জনসভায় এই দাবি করেন তিনি৷

এ বিষয়ে তিনি কংগ্রেস এবং বাম দলকেও একহাত নিলেন৷ দেশজুড়ে অ্যালকোহল নিষেধাজ্ঞা জারিতে কেন এই দুই দল সমর্থন করেন না৷ সেই নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি৷ 
নিতীশ কুমার বলেন, গুজরাট এবং বিহার যখন মদ্যপানের উপর নিষেধাজ্ঞা জারি করতে পেরেছে৷ তখন গোটা দেশে কেন মদের উপরে নিষেধাজ্ঞা জারি হবেনা? এই নিয়েই প্রশ্ন তুললেন তিনি৷ কংগ্রেস এবং বাম দলকেই এই অভিযোগের নিশানায় রাখলেন তিনি৷

সারা ভারত জুরে মদের উপর নিষেধাজ্ঞা জারি হলে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে সেটি একটি নজির হয়ে থাকবে৷ পাশাপাশি হিন্দু, শিখ, বুদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীরাও মদের উপরে নিষেধাজ্ঞা জারিতেই সমর্থন করে বলে জানিয়েছেন তিনি৷
নিতীশ কুমারের দাবি, দেশে অপরাধ হার কমাতে পারে অনেকাংশে যদি অ্যালকোহলের উপরে নিষেধাজ্ঞা জারি করা যায়৷ পাশাপাশি পথ দুর্ঘটনার ঘটনাও হ্রাস পাবে বলে তিনি অভিমত প্রকাশ করেন৷

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন