না ফেরার দেশে পারি দিলেন সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী
|
বারী সিদ্দিকী |
বিখ্যাত বংশীবাদক ও বারী সিদ্দিকী আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি.....রাজিউন)।
বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী খবরটি নিশ্চিত করেছেন।
গত ১৭ নভেম্বর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়ে তাকে। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল বেশ কিছুদিন। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার দুটি কিডনি অকার্যকর ছিল। তিনি বহুমূত্র রোগেও ভুগছিলেন।
শিল্পী বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলার এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন।
প্রথমে একজন বংশীবাদক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন। তবে দীর্ঘদিন সঙ্গীতের সঙ্গে জড়িত থাকলেও সবার কাছে বারী সিদ্দিকী শিল্পী হিসেবে পরিচিতি পান ১৯৯৯ সালে।
সেই বছর হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিটি মুক্তি পায়। এই ছবিতে তিনি ছয়টি গান গেয়ে রাতারাতি আলোচনায় আসেন।