রোহিঙ্গা গ্রামবাসীদের সেনা অভিযানে যেভাবে হত্যা, ধর্ষণ করে তারই বর্ণনা (ভিডিও)
রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বিবিসিকে জানিয়েছে, অগাস্টে মিয়ানমার সেনাবাহিনীর চালানো অভিযানের সময় সেনাসদস্যরা গ্রামবাসীদের ওপর কিভাবে ধর্ষণ ও হত্যাযজ্ঞ চালিয়েছে। রাশিদা বেগম জানান, অভিযানের সময় সেনারা তাঁর সন্তানকে হত্যা করে ও তাঁর গলা কাটার চেষ্টা করে। মোহাম্মদ সুলেইমানও হারান তাঁর স্ত্রী ও তিন মেয়েকে। বার্মিজ সেনাবাহিনী তাদের এক প্রতিবেদনে তাদের ওপরে আনা রোহিঙ্গাদের গ্রামে আগুন দেয়া, হত্যা ও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে।