অফিসারের সঙ্গে কসরত পুলিস কুকুরের, দিচ্ছে পুস-আপস, ভাইরাল ভিডিও
ভারতে অফিসারের সঙ্গে কসরত পুলিস কুকুরের, দিচ্ছে পুস-আপস, ভাইরাল ভিডিও
সপ্তাহের শেষ হতে না হতেই অফিসের কাজে আর আগ্রহ পান না? কিংবা ঘর সামলাতে সামলাতে ক্লান্ত? এমন যদি হয়, তাহলে দেখুন এই ভিডিও। যেখানে পুলিসের সঙ্গে কসরত করছে সঙ্গী সারমেয়। অবাক লাগছে শুনতে?
সপ্তাহের শেষ হতে না হতেই অফিসের কাজে আর আগ্রহ পান না? কিংবা ঘর সামলাতে সামলাতে ক্লান্ত? এমন যদি হয়, তাহলে দেখুন এই ভিডিও। যেখানে পুলিসের সঙ্গে কসরত করছে সঙ্গী সারমেয়। অবাক লাগছে শুনতে? তাহলে দেখুন ..
যেখানে দুই পুলিস অফিসারের সঙ্গে ‘পুসআপস’ দিচ্ছে পুলিস কুকুর। এএল ডট কম-এর তরফে প্রকাশ করা হয়েছে ওই খবর। আর ওই খবর প্রকাশিত হওয়ার পরই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল সাইটে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ওই ৭০০,০০০ ভিউস হয়েছে ওই ভিডিওতে। পাশাপাশি ভিডিওটি শেয়ার করা হয়েছে ২৫,৪০০ বার। শুধু তাই নয়, ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তার প্রশাংসাও করেছেন। মানুষের সঙ্গী হিসেবে সারমেয় যে সব সময়ই তাকে অনুসরণ করে, তা কিন্তু এই ভিডিও থেকে স্পষ্ট হল আরও একবার।