সেলফি তুলে জরিমানার দিল বরুণ ধাওয়ান
ফ্যানের মন ভাঙতে চাননি অভিনেতা বরুণ ধাওয়ান৷ ফ্যানের অনুরোধে সেলফি তোলেন তিনি৷ সেই সেলফি ডেকে আনল বিপত্তি৷ ‘ঝুকিপূর্ণভাবে’ সেলফি তোলায় পুলিশের বকা হজম করতে হল বরুণ ধাওয়ানকে৷
ঝুঁকিপূর্ণ সেলফি তোলার জন্য টুইটার হ্যান্ডেলে মুম্বই পুলিশ অভিনেতার আচরণের সমালোচনা করে৷ সেখানে পুলিশ লেখে, ‘‘নিজের জীবন ছাড়াও ওই ফ্যানের জীবনকেও আপনি বিপদের মধ্যে ফেলে দিয়েছিলেন৷ একজন যুব আইকন ও দায়িত্বশীল নাগরিকের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না৷’’ সেই সেলফিকে ‘বিপদজ্জনক’ তকমা দিয়ে অভিনেতাকে ই-চালান পাঠায় পুলিশ৷ সেই সঙ্গে এইবারের মতো সতর্ক করে দেওয়া হয় তাকে৷ ফের এই রকম আচরণ করলে আরও কঁড়া পথে হাটবে বলে টুইটে ইঙ্গিত করে পুলিশ৷
সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় এক ফ্যানের সঙ্গে হিরোর কায়দায় সেলফি তুলতে দেখা যায় বরুণকে৷ নিজের গাড়ির জানলা থেকে মাথা গলিয়ে অটোতে থাকা এক যুবতীর সঙ্গে সেলফি তোলেন তিনি৷ বরুণ অবশ্য চালকের আসনে ছিলেন না৷ সেই ছবি ফলাও করে ছাপা হয় স্থানীয় এক ট্যাবলয়েডে৷ খবর সহ ছবিটি মুম্বই পুলিশ তাদের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে৷ টুইটারে মুম্বই পুলিশ লেখে, এটা সিলভার স্ক্রিন নয়৷ এই ধরনের স্টান্ট মুম্বইয়ের রাস্তায় বেমানান৷
অন্যদিকে বরুণও সঙ্গে সঙ্গে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন৷ পাল্টা একটি টুইট করে অভিনেতা লেখেন, ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে থাকায় ফ্যানের অনুরোধে সেলফি তোলেন তিনি৷ ভবিষ্যতে যে এই ধরনের কাজ তিনি করবেন না বলেও জানান৷