গাজীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় ট্রেনের চালক নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় ট্রেনের সহকারী চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় রাতে ওই রুট দিয়ে ট্রেন চলচল বন্ধ হয়ে যায়, সকালে তা স্বাভাবিক হয়।
নিহত চালক নূর আলম শরীফের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। তার বাবার নাম মমিন শরীফ।
রেল পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় একটি বিদ্যুতের খুটিবাহী ট্রাক রেললাইন অতিক্রম করার সময় রেল লাইনের উপর বিকল হয়ে আটকে যায়। এসময় লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট যাচ্ছিল। চালকের অসর্কতার কারণে দ্রুতগামী ট্রেনটি রেল লাইনের উপর বিকল হওয়া ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন ধুমড়েমুচড়ে যায় এবং কয়েকটি বগি ক্ষতিগ্রস্থ হয়। এসময় ট্রেনের সহকারি চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ট্রেনের আরও কয়েক যাত্রী আহত হন। আহতদের মধ্যে ট্রেনের চালকও রয়েছেন। তবে তাঁর নাম জানা যায়নি।
ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল ৮টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি সরানোর পর চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি ট্রাকটিকে টেনে নিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে উপজেলার গোয়ালবাথানা রেলক্রসিং এলাকায় গিয়ে থেমে যায়।