নিরপেক্ষ নির্বাচন দিয়ে সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান খালেদা জিয়ার - BD News Online

রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

নিরপেক্ষ নির্বাচন দিয়ে সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান খালেদা জিয়ার

 বেগম খালেদা জিয়া
নিরপেক্ষ নির্বাচন দিয়ে সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্বাচন সুষ্ঠু করতে, বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবিও জানান তিনি। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে, ৭ নভেম্বরের সমাবেশে তিনি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে প্রতিহিংসা বাদ দিয়ে, উন্নয়নের রাজনীতির ঘোষণা দেন। আলাপ আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানের আহ্বানও জানান, বিএনপি নেত্রী।
দীর্ঘদিন ধরে বার বার সমাবেশ করতে চাইলেও, অনুমতি পায়নি বিএনপি। অবশেষে তাদের ভাষায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সমাবেশ করতে পারছে, সংসদের বাইরে থাকা দলটি। 

তাই এ নিয়ে উচ্ছাসের কমতি ছিলো না নেতাকর্মীদের। দুপুর দেড়টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও, সকাল থেকেই কণ্ঠে শ্লোগান আর হাতে রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে, তারা জাড়ো হতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানে। 

বেলা যত গড়িয়েছে ততই কর্মী-সমর্থকদের ভীড়ে মুখর হতে থাকে সমাবেশস্থল। এক পর্যায়ে সেই ভীড় সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে ছড়িয়ে পড়ে, আশপাশের পুরো এলাকায়। 

বিকেল সোয়া ৩টার দিকে যখন বিএনপি চেয়রপারসন বেগম খালেদা জিয়া সমাবেশস্থলে আসেন, তখনক্ষণে তা রূপ নিয়েছে মহাসমাবেশে।  

চারটার কিছু আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য শুরু করেন। যার বড় অংশ জুড়েই ছিল, ক্ষমতাসীনদের নানা সমালোচনা।