সড়ক দুর্ঘটনায় রংপুরে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু - BD News Online

রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

সড়ক দুর্ঘটনায় রংপুরে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রংপুরে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহসান হাবীব (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার শ্যামপুর বৈকুণ্ঠপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবীব সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের কাঁটাবাড়ি এলাকার সেলিম রেজার ছেলে। সে এবার শ্যামপুর সুগারমিলস উচ্চ বিদ্যারয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।   
এ ব্যাপারে সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা জানান, আজ সকাল ৯টার দিকে সেলিম রেজা তার ছেলে আহসান হাবীবকে মোটরসাইকেলে করে শ্যামপুরের ভিআইপি শাহাদৎ হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাচ্ছিলেন। শ্যামপুর বৈকুণ্ঠপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় আহসান হাবীব।  
এ সময় বাবা সেলিম রেজার হাত পায়ের চামড়া ছিলে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান সোহেল রানা।  
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে