হঠাৎ করেই গণপরিবহন কমে যাওয়ায় চরম ভোগান্তি
ঢাকার চিত্র |
ব্যস্ত মহানগরীতে হঠাৎই ফাঁকা রাজপথ।উধাও গণপরিবহন। আর তাতে সপ্তাহের প্রথম কর্মদিবসে চরম দুর্ভোগে নগরবাসী। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও, পাননি কোনো যানবাহন। বিএনপির সমাবেশ ব্যর্থ করতে সরকার ইচ্ছে করেই গণপরিবহন বন্ধ করে দেয় বলে অভিযোগ দলটির। তবে, এ অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে, আওয়ামী লীগ।
প্রায় গণপরিবহন শূন্য এমন রাস্তা শুধু ছুটির দিনেই দেখা যায়। সপ্তাহের প্রথম কর্মদিবস...অথচ রাজধানীর রাজপথ দেখে তা বোঝার উপায় নেই।
ঢাকার এমন চিত্র সকাল থেকেই। রাস্তায় শত শত মানুষের ভিড়, অথচ গাড়ির দেখা নেই। তাই চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
যাত্রী পরিবহন করায়, অনেক স্থানে চোখে পড়ে এমন চিত্রও।
বিএনপির অভিযোগ, জনসভা বানচাল করতেই, পথে পথে বাধা দেয়া হয়েছে, তাদের নেতা সমর্থকদের।
তবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, এ অভিযোগ অবাস্তব ও ভিত্তিহীন।
এদিকে, সকাল থেকে রাজধানীর প্রবেশ পথগুলোতেও ছিলো একই চিত্র। গাজীপুর ও সাভারের প্রধান সড়কগুলোতে দুপুর পর্যন্ত রাস্তায় ছিলো না কোনো গণপরিবহণ। ঢাকার পথে কর্মমুখি মানুষের দুর্ভোগও ছিলো চরমে।
ঢাকার এমন চিত্র সকাল থেকেই। রাস্তায় শত শত মানুষের ভিড়, অথচ গাড়ির দেখা নেই। তাই চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
যাত্রী পরিবহন করায়, অনেক স্থানে চোখে পড়ে এমন চিত্রও।
বিএনপির অভিযোগ, জনসভা বানচাল করতেই, পথে পথে বাধা দেয়া হয়েছে, তাদের নেতা সমর্থকদের।
তবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, এ অভিযোগ অবাস্তব ও ভিত্তিহীন।
এদিকে, সকাল থেকে রাজধানীর প্রবেশ পথগুলোতেও ছিলো একই চিত্র। গাজীপুর ও সাভারের প্রধান সড়কগুলোতে দুপুর পর্যন্ত রাস্তায় ছিলো না কোনো গণপরিবহণ। ঢাকার পথে কর্মমুখি মানুষের দুর্ভোগও ছিলো চরমে।