এবার বিসিএস ক্যাডারদের জন্য 'ঢাকা অ্যাটাক'! - BD News Online

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

এবার বিসিএস ক্যাডারদের জন্য 'ঢাকা অ্যাটাক'!

সফলতার সাথে 'ঢাকা অ্যাটাক' পার করল তার ৫ম সপ্তাহ। দেশ বিদেশের অনেকগুলো সিনেমা হলে চলা এই সিনেমাটি প্রতি সপ্তাহেই নতুন বিভিন্ন হলের নাম যুক্ত হচ্ছে।

ঢাকা অ্যাটাকের এই জয়রথে যুক্ত হলো নতুন একটি বিষয়। ৩৬ তম বিসিএসের ২৫০ জন ক্যাডারদের নিয়ে একটি বিশেষ শো'র আয়োজন করা হয়েছে। এই শোতে ছবির প্রধান অভিনেতারাও এই শো'তে উপস্থিত থাকবেন। ঢাকার একটি অভিজাত সিনেমা হলে এই আয়োজন করা হয়েছে। অভিনয়শিল্পীদের যারা উপস্থিত থাকবেন তারা হলেন-  এবিএম সুমন, নওশাবা, এহসান, দীপু ইমাম, সাঞ্জু ও শিপন মিত্র। এছাড়াও পরিচালক দীপঙ্কর দীপন এবং নির্বাহী প্রযোজক আলি হায়দার উপস্থিত থাকবেন।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় চলতি সপ্তাহে এসেও কমছে না এই ছবির আবেদন। হলগুলোতে দর্শকরা ছুটির দিনে এসে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। অন্যদিকে সিনেমার অন্যতম দুই মুখ মাহিয়া মাহি এবং আরেফিন শুভ এখন ব্যস্ত আছেন দেশের বাইরে ছবিটির প্রচারণার কাজে