অবলীলায় মিথ্যা বলছে সরকার: মির্জা ফখরুল - BD News Online

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

অবলীলায় মিথ্যা বলছে সরকার: মির্জা ফখরুল

বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার বিষয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে জাতির সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের আস্থা হারিয়েছে বলেই ক্ষমতায় টিকে থাকতে মামলা ও হামলার পথ বেছে নিয়েছে সরকার।  

এ সময় মির্জা ফখরুল বলেন, শুধু সাংবাদিকদের গারিতে না আমাদের কর্মীদের গাড়িতেও আক্রমণ হয়েছে। অবলীলায় এরা মিথ্যা কথা বলছে। ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে মামলা করেছে। সরকার যদি নিজেই মিথ্যা কথা বলে তাহলে বিশ্বাস করা যায় না। খালেদা জিয়া আশঙ্কা করছেন তাকে মিথ্যা মামলায় বিচার করে নির্বাচন থেকে দূরে রাখা হবে।