মধ্যবিত্ত যৌথ পরিবারের মেয়ে আজ ব্যস্ত নায়িকা
ছোট শহরের মধ্যবিত্ত যৌথ পরিবারের মেয়ে আজ প্রথম সারির নায়িকা | অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে কিছু তথ্য | তাঁর জন্মদিনে |
- বর্ধমানের মধ্যবিত্ত যৌথ পরিবারে জন্ম ১৯৯০-এর ৩ নভেম্বর | পড়াশোনা বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে | বাবা স্কুলের করণিক | মা গৃহবধূ | স্কুলের পরে পড়াশোনা Birla Institute of Technology and Science-এ |
- শোবিজ দুনিয়ার নজরে আসেন আনন্দলোক নায়িকার খোঁজে প্রতিযোগিতার মাধ্যমে | প্রথম ছবি মুক্তি পায় ২০০৮-এ | ওড়িয়া ছবি‚ মাতে তা লভ হেরালে |
- প্রথম বাংলা ছবি প্রভাত রায়ের পরিচালনায় পিতৃভূমি | নায়্ক জিৎ-এর বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন | প্রথম লিড রোল প্রভাত রায়ের পরিচালনাতেই‚ বাজিমাত |
- শুভশ্রীর সঙ্গে জমে ওঠে দেবের জুটি | অন স্ক্রিন এবং অফ স্ক্রিন | দুজনের সুপারহিট ছবির মধ্যে অন্যতম পরাণ যায় জ্বলিয়া রে‚ চ্যালেঞ্জ‚ রোমিও‚ খোকাবাবু এবং খোকা ৪২০ |
- জিৎ-শুভশ্রী জুটিও উপহার দিয়েছে বাণিজ্যসফল বেশকিছু ছবি | অন্যতম হল বস‚ বস টু এবং গেম |
- ব্যক্তিগত জীবনে নায়ক দেবের সঙ্গে বিচ্ছেদের পরে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে জড়িয়ে যায় শুভশ্রীর নাম | শুভশ্রী-রাজ-মিমি ত্রিকোণ প্রেম নিয়ে সরগরম হয়ে ওঠে বাংলার টেলি দুনিয়া |
- বর্তমানে টালিগঞ্জের প্রথম সারির নায়িকা তিনি | বেড়াতে যাওয়া‚ ফুচকা খাওয়া ছাড়াও ভালবাসেন হো হো করে প্রাণখোলা ভাবে হাসতে |