বিসিবি নির্বাচন: লড়াই শেষে নির্বাচিত হয়েছেন দুর্জয়-আশফাকুল-আলমগীর
শেষ হলো ক্রিকেট বোর্ডের বহুল আলোচিত নির্বাচন। ভোটের লড়াই শেষে নির্বাচিত হয়েছেন তিন পরিচালক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক পদে ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন নাঈমুর রহমান দুর্জয় এমপি ও সৈয়দ আশফাকুল ইসলাম। বরিশাল থেকে নির্বাচিত হয়েছেন আলমগীর খান আলো।
নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবিতে পরিচালকে সংখ্যা ২৫ জন। এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ২০ জন। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় নির্বাচিত হয়েছেন দুজন। তাই অনেকটা নিরুত্তাপ ছিলো এবারের নির্বাচন। ভোটের লড়াই হয়েছে ঢাকা ও বরিশাল বিভাগের মাত্র তিনটি পদে। যেখানে ঢাকা বিভাগ থেকে সমান ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যথাক্রমে নাইমুর রহমান দুর্জয় ও সৈয়দ আশফাকুল ইসলাম। এ বিভাগে নির্বাচনের লড়াইয়ে ছিলেন নারায়নগঞ্জের তানভীর আহমেদ টিটু ও নরসিংদীর শাহীনুল ইসলাম ভুঁইয়া।
বরিশাল বিভাগে এম এ আউয়াল ভুলুকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর খান আলো। তিনি পেয়েছেন ৫ ভোট। পরাজিত প্রার্থী ভুলুর ভোট সংখ্যা ২।
নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবিতে পরিচালকে সংখ্যা ২৫ জন। এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ২০ জন। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় নির্বাচিত হয়েছেন দুজন। তাই অনেকটা নিরুত্তাপ ছিলো এবারের নির্বাচন। ভোটের লড়াই হয়েছে ঢাকা ও বরিশাল বিভাগের মাত্র তিনটি পদে। যেখানে ঢাকা বিভাগ থেকে সমান ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যথাক্রমে নাইমুর রহমান দুর্জয় ও সৈয়দ আশফাকুল ইসলাম। এ বিভাগে নির্বাচনের লড়াইয়ে ছিলেন নারায়নগঞ্জের তানভীর আহমেদ টিটু ও নরসিংদীর শাহীনুল ইসলাম ভুঁইয়া।
বরিশাল বিভাগে এম এ আউয়াল ভুলুকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর খান আলো। তিনি পেয়েছেন ৫ ভোট। পরাজিত প্রার্থী ভুলুর ভোট সংখ্যা ২।