স্বামীকে মারতে চেয়ে মেরে ফেললেন শ্বশুরবাড়ির ১৩ জনকে!
বিয়ে স্বামী-স্ত্রীর এমন এক বন্ধন যা শুধু দুজনের মধ্যেই নয়, দুই পরিবারের মধ্যেও বন্ধন সৃষ্টি করে। তবে পারিবারিকভাবে বিয়ে হলে সেক্ষেত্রে হয়তো স্বামী-স্ত্রীর মাঝে কিছুটা দূরত্ব থাকে। কারণ দুজনই দুজনকে জানতে একটু সময় লাগে। তবে স্বামীকে ভালো লাগে না বলে স্বামীকে মেরে ফেলতে কয়জন চায়? হ্যাঁ এমনটাই ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুজফফরগড়ে। স্বামীকে মেরে ফেলার জন্য ওই মহিলা দুধে বিষ মিশায়। কিন্তু ওই মহিলার স্বামীর কপাল ভালো হওয়ায় স্বামী বিষ না খাওয়ায় পরিবারের অন্য সদস্যরা খেয়ে ফেলে। আর এখানেই বিপাক! শ্বশুরবাড়ির ১৩ জন সদস্য সেই দুধ খেয়ে মারা যায়।
গত বছর সেপ্টেম্বরে দৌলতপুরার বাসিন্দা আমজাদের সঙ্গে বিয়ে হয় ২৮ বছরের আসিয়া বিবির। দুই পরিবার দেখাশোনা করেই ওই বিয়ে দিয়েছিলেন। পুলিশকে আসিয়া বিবি জানিয়েছেন বিয়েতে তার মত ছিল না। এক মাস আগে নিজের বাড়ি ফিরে গেলেও তাকে আবার জোর করে শ্বশুরবাড়িতে পাঠানো হয়।
সোমবার স্বামীর দুধের গ্লাসে বিষ মিশিয়ে দেন আসিয়া। কিন্তু, কোনও কারণে আসিয়ার স্বামী সেই দুধ খাননি। পরে সেই দুধ দিয়েই পরিবারের সকলের জন্য লাচ্ছি বানানো হয়। যা খেয়েই অসুস্থ হয়ে পড়েন পরিবারের ২৮ জন সদস্য। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ১৩ জনের। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১৪ জন। সেই তালিকায় আসিয়ার স্বামী আমজাদও রয়েছেন।
মুজফফরগড়ের সিনিয়র পুলিশ অফিসার ওয়াইস আহমাদ জানিয়েছেন, আসিয়ার অন্যত্র সম্পর্ক ছিল। সেই প্রেমিকসহ আসিয়াকে গ্রেফতার করা হয়েছে। জেরার মুখে দুধে বিষ মেশানোর কথা স্বীকার করেছেন আসিয়া।
সূত্র: আনন্দবাজার
গত বছর সেপ্টেম্বরে দৌলতপুরার বাসিন্দা আমজাদের সঙ্গে বিয়ে হয় ২৮ বছরের আসিয়া বিবির। দুই পরিবার দেখাশোনা করেই ওই বিয়ে দিয়েছিলেন। পুলিশকে আসিয়া বিবি জানিয়েছেন বিয়েতে তার মত ছিল না। এক মাস আগে নিজের বাড়ি ফিরে গেলেও তাকে আবার জোর করে শ্বশুরবাড়িতে পাঠানো হয়।
সোমবার স্বামীর দুধের গ্লাসে বিষ মিশিয়ে দেন আসিয়া। কিন্তু, কোনও কারণে আসিয়ার স্বামী সেই দুধ খাননি। পরে সেই দুধ দিয়েই পরিবারের সকলের জন্য লাচ্ছি বানানো হয়। যা খেয়েই অসুস্থ হয়ে পড়েন পরিবারের ২৮ জন সদস্য। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ১৩ জনের। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১৪ জন। সেই তালিকায় আসিয়ার স্বামী আমজাদও রয়েছেন।
মুজফফরগড়ের সিনিয়র পুলিশ অফিসার ওয়াইস আহমাদ জানিয়েছেন, আসিয়ার অন্যত্র সম্পর্ক ছিল। সেই প্রেমিকসহ আসিয়াকে গ্রেফতার করা হয়েছে। জেরার মুখে দুধে বিষ মেশানোর কথা স্বীকার করেছেন আসিয়া।
সূত্র: আনন্দবাজার
