প্রতিদিন ৩শ জন করে রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার - BD News Online

মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭

প্রতিদিন ৩শ জন করে রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশ থেকে দৈনিক তিনশো জন করে রোহিঙ্গা ফেরত নেয়ার কথা ভাবছে, মিয়ানমার সরকার। এমন খবর প্রকাশ করেছে, দেশটির পত্রিকা ইরাবতি।

মিয়ানমারের শ্রম, অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক স্থায়ী সচিবের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ১৯৯৩ সালের চুক্তির প্রধান চারটি শর্ত অনুযায়ী, রোহিঙ্গাদের যাচাই-বাছাই কোরে দুটি চেকপয়েন্ট দিয়ে ফেরত নেয়া হবে। তাদের পুনর্বাসন করা হবে, মংডুর দার-ঘি-জার গ্রামে। মিয়ানমারে অন্তর্বর্তী আবাসিক সমন্বয়ক হিসেবে, নরওয়ের 'কানুট ওস্তাবিকে' নিয়োগ দিয়েছে, জাতিসংঘ।