তিন শিশুর পরে আবারও সন্তানের জন্ম দিতে চান ২ ফিট ৪ ইঞ্চি উচ্চতার বিশ্বের ‘ক্ষুদ্রতম মা’ - BD News Online

শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

তিন শিশুর পরে আবারও সন্তানের জন্ম দিতে চান ২ ফিট ৪ ইঞ্চি উচ্চতার বিশ্বের ‘ক্ষুদ্রতম মা’

সতর্ক করেছিলেন চিকিৎসকরা | যখন গর্ভস্থ শিশু আকারে বড় হতে থাকবে‚ ফেটে যেতে পারে ফুসফুস এবং হৃদযন্ত্র | কিন্তু তাতে থেমে যায়নি মা হওয়ার অদম্য বাসনা | প্রাণের ভয় তুচ্ছ করে অন্তঃসত্ত্বা হয়েছিলেন স্টেসি হেরাল্ড | তিনটি শিশুর জন্ম দিয়ে ২ ফিট ৪ ইঞ্চি উচ্চতার স্টেসি এখন বিশ্বের ক্ষুদ্রতম মা | আমেরিকার কেন্টাকির বাসিন্দা স্টেসি জানাচ্ছেন‚ ভবিষ্যতে আরও সন্তানের জন্ম দিতে চান তিনি |
জন্ম থেকেই বিরল জিনঘটিত অসুখ Osteogenisis Imperfecta-এ আক্রান্ত স্টেসি | ফলে তাঁর ভঙ্গুর হাড়ের গঠন স্বাভাবিক নয় | ৪১ বছর বয়স্ক স্টেসির উচ্চতা থেমে আছে ২ ফিট ৪ ইঞ্চিতেই | যদিও তাঁর স্বামী উইল সম্পূর্ণ সুস্থ | তাঁর উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি | তিন সন্তানকে নিয়ে দুজনের হাসিখুশি সংসার |
উইল-স্টেসির প্রথম দুই সন্তান মেয়ে | কাটেরি আর মাকায়া | এর মধ্যে মাকায়া সুস্থ হলেও কাটেরি মায়ের মতো একই রোগে আক্রান্ত | রেহাই পায়নি তৃতীয় সন্তান‚ পুত্র মালাচিও | কাটেরি-মালাচি দুজনের বৃদ্ধি অস্বাভাবিক | হাড় ভঙ্গুর | কিন্তু তাই নিয়ে কোনও আক্ষেপ নেই উইল-স্টেসির | দুজনেই জানিয়েছেন‚ ভবিষ্যতে আরও সন্তানের বাবা-মা হতে চান |