মিঠুনের ছেলে মিমো দেখা করলেন তাঁর প্রিয় পর্নস্টারের সঙ্গে! - BD News Online

শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

মিঠুনের ছেলে মিমো দেখা করলেন তাঁর প্রিয় পর্নস্টারের সঙ্গে!

অবশেষে ভারতের জন প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় বা মিমোর দেখা হলো তাঁর প্রিয় অভিনেত্রীর সঙ্গে | জানতে চান কে সেই অভিনেত্রী? উনি হলেন বিখ্যাত পর্নস্টার কায়দেন ক্রোস | কয়েক সপ্তাহ আগে মিমো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওঁর ফেভারিট অ্যাক্টরের সঙ্গে একটা ছবি শেয়ার করেন | ছবিতে দেখা যাচ্ছে উনি কায়দেনের পাশে দাঁড়িয়ে আছেন | ছবির ক্যাপশনে উনি লেখেন ‘That moment when you meet the Beautiful and oh so humble @clubkayden !!! #awestruck #dreamcometrue #fanboy #fanboymoment #kaydenkross #kayden #starstruck’ | এই ছবি পোস্ট করার খানিকক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় |

প্রসঙ্গত কায়দেন পর্নোগ্রাফিক ছবির জন্য একাধিক পুরস্কার পেয়েছেন | পর্ন ছবিতে কাজ করা ছাড়াও উনি বেশ কয়েকটা মেইনস্ট্রিম ছবিতেও অভিনয় করেছেন যেমন  সামুরাই কপ ২  এবং  ব্লু ড্রিমস  |
অন্যদিকে মিমো বলিউডে ডেব্যু করেন  জিমি  ছবি দিয়ে | পর পর ছবি ফ্লপ হওয়ার পর উনি বিক্রম ভট্টের থ্রি ডি ছবি  হন্টেড  দিয়ে কামব্যাক করেন | এই ছবি সফল হলেও ওঁর কেরিয়ারে কোনো উন্নতি হয় নি | উনি মিঠুনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেন  এনিমি  ছবিতে | কিন্তু এই ছবিও একেবারেই সাড়া ফেলেতে পারে নি বক্স অফিসে | মহাক্ষয়কে শেষ বড় পর্দায় দেখা যায়  ইশক দরিয়া  ছবিতে | এই ছবি ২০১৫ তে মুক্তি পায় | শোনা যাচ্ছে সলমন খান ও সোহেল খান প্রযোজিত গামা পালোয়ানের জীবন থেকে তৈরি টিভি শোতে মিমোকে প্রধান চরিত্রে দেখা যাবে |