হার্দিক সিরিজের সেরা মোমেন্টের কথা খোলসা করলেন - BD News Online

রবিবার, ১ অক্টোবর, ২০১৭

হার্দিক সিরিজের সেরা মোমেন্টের কথা খোলসা করলেন


পাঁচ ম্যাচে ২২২ রান, সঙ্গে ছয় উইকেট৷ সিরিজ শেষে এটাই হার্দিকের পারফরম্যান্স গ্রাফ৷ সিরিজে দু’বার ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন৷ তবে সিরিজ সেরার পুরস্কার পেয়ে পান্ডিয়া বললেন, চার নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় প্রাপ্তি৷