পুরো নগ্ন হলেন প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী!
গপ্পোটা হল, গাগার নতুন ভিডিও গাই নিয়ে আপাতত মার্কিন মুলুকে তুমুল উত্তেজনা৷ আর উত্তেজনার কারণ একটাই৷ গাগা এই ছবিতে বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে একেবারে নগ্ন রূপে৷ তবে শুধু নগ্ন নয়, ভিডিওতে নগ্ন পুরুষের সঙ্গে রতিক্রিয়াও করতে দেখা গিয়েছে লেডি গাগাকে৷ এই রতিক্রিয়া নিয়েই আপাতত চাঞ্বল্য বিশ্ব পপমহলে৷
লেডি গাগার অ্যালবাম প্রথম থেকেই বেশ বির্তকিত৷ প্রথম অ্যালবাম ‘অ্যাপালস’-এ নিজের বক্ষে ছুঁড়ি ফুটিয়ে সমালোচনার আগুনে বারুদ ঢেলেছিলেন লেডি৷
তার উপর গাগার উৎকট ফ্যাশন বার বার চমকে দেয় বিশ্বকে৷ লেডি গাগার মতে, ‘কালচারাল শক দিতে আমার খুব ভাল লাগে৷ তাই জন্যই ভিডিওতে বার বার এরকম অঙ্গ ভঙ্গি৷ তবে ইচ্ছে করে নেয়৷ গানের সঙ্গে পুরো ব্যাপারটা যাচ্ছে বলেই এই ধরণের আচরণ৷’