সাংবাদিক নেতৃবৃন্দ ডোমারে দুর্গা মন্ডপ পরিদর্শন করলেন
নীলফামারীর ডোমারে সাংবাদিক নেতৃবৃন্দ শারদীয় দুর্গা পুজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।
বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বোড়াগাড়ী বাজার বারোয়ারী দুর্গা
মন্ডপ,বাকডোকরা শিয়ালডাঙ্গা সার্বজনিন পুজা মন্ডপ,নিমোজখানা সার্বজনিন পুজা মন্ডপ,মাহিগঞ্চ দুর্গা মন্ডপ,বামুনিয়া ইউনিয়নের লালবাজার সার্বজনিন দুর্গা মন্ডপ,বামুনিয়া কাচারী বাজার দুর্গা মন্ডপ,খামার বামুনিয়া নাঠুয়াগঞ্চ বারোয়ারী পুজা মন্ডপ,পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর বারোগোলা দুর্গা মন্ডপ,ডোমার সদর ইউনিয়নের পূর্ব ছোটরাউতা আনন্দময়ী দুর্গা মন্ডপ,ছোটরাউতা আন্ধারুর মোড় দুর্গা মন্ডপ,বড়রাউতা দক্ষিনপাড়া সার্বজনিন পুজা মন্ডপ,বড়রাউতা কালীবাড়ী আশ্রম দুর্গা মন্ডপ,দেবীরডাঙ্গা দুর্গা মন্ডপ ও ডোমার পৌরসভার ক্ষত্রিয় সমিতির পুজা মন্ডপসহ প্রায় ২৫টি পুজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় পুজা পরিচালনা কমিটির লোকজনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পুজা মন্ডপ পরিদর্শন কালে ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী,সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো,কোষাধ্যক্ষ রওশন আলম পাপ্পু,সাংবাদিক আলমগীর হোসেন,সত্যেন্দ্র নাথ রায়,গোপাল চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বোড়াগাড়ী বাজার বারোয়ারী দুর্গা
মন্ডপ,বাকডোকরা শিয়ালডাঙ্গা সার্বজনিন পুজা মন্ডপ,নিমোজখানা সার্বজনিন পুজা মন্ডপ,মাহিগঞ্চ দুর্গা মন্ডপ,বামুনিয়া ইউনিয়নের লালবাজার সার্বজনিন দুর্গা মন্ডপ,বামুনিয়া কাচারী বাজার দুর্গা মন্ডপ,খামার বামুনিয়া নাঠুয়াগঞ্চ বারোয়ারী পুজা মন্ডপ,পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর বারোগোলা দুর্গা মন্ডপ,ডোমার সদর ইউনিয়নের পূর্ব ছোটরাউতা আনন্দময়ী দুর্গা মন্ডপ,ছোটরাউতা আন্ধারুর মোড় দুর্গা মন্ডপ,বড়রাউতা দক্ষিনপাড়া সার্বজনিন পুজা মন্ডপ,বড়রাউতা কালীবাড়ী আশ্রম দুর্গা মন্ডপ,দেবীরডাঙ্গা দুর্গা মন্ডপ ও ডোমার পৌরসভার ক্ষত্রিয় সমিতির পুজা মন্ডপসহ প্রায় ২৫টি পুজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় পুজা পরিচালনা কমিটির লোকজনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পুজা মন্ডপ পরিদর্শন কালে ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী,সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো,কোষাধ্যক্ষ রওশন আলম পাপ্পু,সাংবাদিক আলমগীর হোসেন,সত্যেন্দ্র নাথ রায়,গোপাল চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন।
