ডোমারে আফতাব উদ্দিন সরকার এম পি পুজা মন্ডবে গিয়ে শ্বারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন হিন্দু সম্প্রদায়ের সাথে - BD News Online

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

ডোমারে আফতাব উদ্দিন সরকার এম পি পুজা মন্ডবে গিয়ে শ্বারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন হিন্দু সম্প্রদায়ের সাথে

 গতকাল শুক্রবার সময় চার হরিনচড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শালমারা নিলাহাটি বাশন্তী মন্ডব/ শ্বারদীয় দূর্গা
মন্ডব গিয়ে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বনমালি রায় সম্পদক সত্যেন্দ্র নাথ রায় হরিনচড়া ইউনিয়ন পুজা উদযাপন কমিটি সভাপতি বাবু ভোলা নাথ রায় শ্বারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এম পি আফতাব উদ্দীন সরকার। ও পুজার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন  তার সফসঙ্গী ছিলেন তোফায়েল আহম্মেদ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ডোমার শাখা প্রতিটি ইউনিয়নের সভাপতি ও নেতা কর্মি বৃন্দ উপস্থিত ছিলেন তিনি ডোমার থানা প্রতিটি ইউনিয়নের পূজা মন্ডবে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।