নীলফামারীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুরীর বিরুদ্ধে
নীলফামারীর ডোমারে পিটিয়ে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুরীর বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার হরিনচড়া ইউনিয়নের উত্তর হরিনচড়া জোরপাখূরী গ্রামের গৃহবধু শাহানাজ বেগম(২৪)কে স্বামী জিয়ারুল ইসলাম ও শাশুরী রোকেয়া বেগম পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহত শাহানাজের বাবা মফিজার রহমান। তিনি জানান,যৌতুকের বাকী টাকার জন্য প্রায়ই জামাতা জিয়ারুল ইসলাম ও শাশুরী রোকেয়া বেগম আমার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। শনিবার রাতে আমার মেয়েকে তারা পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যার প্রচারনা চালায়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
রোববার সকালে ডোমার থানা পুলিশ লাশ উদ্ধার করে। তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই আরমান জানান,লাশ নীলফামারী সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় ডোমার থানায় একটি ইউডি মামলা হয়েছে।
