ঠাঁকুরগাও এ ন্যায্য দাম পাচ্ছেনা করলা চাষী
ঠাঁকুরগাও জেলা রুহিয়া থানা ১০ নং রাজাগাও ইউনিয়নের খরিবাড়ী গ্রাম ৮ নয় ওয়ার্ডের কৃষক সাদেকুল ইসলাম, কৃষ্ণ চন্দ্র সেন, পরিমল রায়, নরেশ রায়, দিপঙ্কর রায় গত- ১৭/১০/১৭ মঙ্গল বার, বলেন ৫০ শতাংশ ৭৫.৪০.১ একর ২৪ শতাংশ বলেন বন্যায় ক্ষতি গ্রস্থ হওয়া জমিতে হাইব্রীট করলা সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে লাগিয়েছি, ৫০ শতাংশে খরচ ৩০.০০০ হাজার টাকা , প্রথম অবস্থায় প্রতি মন করলা ১৫০০-১৭০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, এখন কমতে কমতে ৪০০-৯০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কারন হলো দুই থেকে তিন জন ব্যাপারি এখানে এসে খরিদ করে, আমরা কৃষকেরা অসহায় হয়ে তাদের কাছে বিক্রি করি, কারন এক মূখী ব্যবসা, ব্যাপারি সুবাস বলেন বাজার অনুপাতে দাম দিয়ে কেনা হয়েছে,যখন যে দাম, কৃষকেরা বলেন এই করলা চাষে তেমন একটা লাভ হবে না সরকারী ভাবে বাজার জাত ব্যবস্থার উদ্যোগ নিলে কৃষকেরা আরো লাভবান হবে, এখানে শত শত কৃষক করলা চাষ করে।
