নীলফামারীতে অটো-বাইকের ধাক্কায় গৃহবধুর মৃত্যু - BD News Online

রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

নীলফামারীতে অটো-বাইকের ধাক্কায় গৃহবধুর মৃত্যু

নীলফামারীতে রাস্তায় ছাগল খুঁজতে গিয়ে অটো-বাইকের ধাক্কায় স্বপ্না বেগম (২৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত স্বপ্না বেগম জেলার ডোমার উপজেলার উত্তর মটুকপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। আজ রবিবার দুপুরে উপজেলার বোড়াগাড়ী-পাঙ্গাচৌপথী সড়কের চল্লিশপীর মাজার সংলগ্ন স্থানে একটি অটো-বাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চল্লিশপীর এলাকায় স্বপ্না বেগম ছাগল খুঁজছিল। এসময় পাঙ্গাচৌপথী থেকে বোড়াগাড়ী যাওয়ার পথে ওই স্থানে সড়কের উপর একটি অটো বাইক ধাক্কা দিলে অটো-বাইকের নিচে স্বপ্না বেগম চাপা পড়ে। এলাকাবাসী পরক্ষনেই তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। অটো-বাইক চালক পালিয়ে গেলেও বাইকটি আটক করেছে এলাকাবাসী। পাঙ্গামটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।