ডোমারে প্রবাসীর বাড়ীতে ডাকাতি, বাড়ীওয়ালা খুন।
নীলফামারীর ডোমারে এক প্রবাসীর বাড়ীতে দিনে দুপুরে ডাকাতি, বাড়ীওয়ালাকে খুন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে,
উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা খামাতপাড়া গ্রামে। সরেজমিনে জানাযায়, ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উক্ত গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী বিপুল চন্দ্র রায়ের বাড়ীতে ডাকাত প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে লুটপাট শেষে বিপুলের পিতা অতুল চন্দ্র রায় (৬৫)র মুখে টেপ মেরে হাতপাঁ বেধেঁ রেখে, পালিয়ে যায় দূর্বৃত্তরা।
এ সময় অতুল বাড়ীতে একা ছিল। সন্ধ্যার আগে অতুলের নাতী সুমন নানাকে ডাকতে গেলে দরজা বন্ধ দেখে দেয়ালের উপর দিয়ে বাড়ীতে ঢুকে দেখে মুখে টেপ লাগোনো ও হাতপাঁ বাধাঁনো অবস্থায় অতুলের লাশ ঘড়ের দরজার সামনে পড়ে আছে। পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ও ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী ঘটনা স্থল পরিদর্শন করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। শুক্রবার জেলা মর্গে পাঠানো হবে বলে তারা জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। নিহত অতুল চন্দ্র রায় এলাকার মৃত বিষ্টু বানিয়ার ছেলে বলে জানান যায়।
উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা খামাতপাড়া গ্রামে। সরেজমিনে জানাযায়, ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উক্ত গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী বিপুল চন্দ্র রায়ের বাড়ীতে ডাকাত প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে লুটপাট শেষে বিপুলের পিতা অতুল চন্দ্র রায় (৬৫)র মুখে টেপ মেরে হাতপাঁ বেধেঁ রেখে, পালিয়ে যায় দূর্বৃত্তরা।
এ সময় অতুল বাড়ীতে একা ছিল। সন্ধ্যার আগে অতুলের নাতী সুমন নানাকে ডাকতে গেলে দরজা বন্ধ দেখে দেয়ালের উপর দিয়ে বাড়ীতে ঢুকে দেখে মুখে টেপ লাগোনো ও হাতপাঁ বাধাঁনো অবস্থায় অতুলের লাশ ঘড়ের দরজার সামনে পড়ে আছে। পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ও ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী ঘটনা স্থল পরিদর্শন করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। শুক্রবার জেলা মর্গে পাঠানো হবে বলে তারা জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। নিহত অতুল চন্দ্র রায় এলাকার মৃত বিষ্টু বানিয়ার ছেলে বলে জানান যায়।
