নীলফামারীর ডোমারে ভূয়া প্রকল্প কমিটি দাখিল করে ব্রীজ সংস্কারের অর্থ উত্তোলন করেছে ইউপি চেয়ারম্যান । - BD News Online

বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

নীলফামারীর ডোমারে ভূয়া প্রকল্প কমিটি দাখিল করে ব্রীজ সংস্কারের অর্থ উত্তোলন করেছে ইউপি চেয়ারম্যান ।


ডোমার(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউপি
চেয়ারম্যান আবুল হাছানের বিরুদ্ধে ভূয়া প্রকল্প কমিটি ও রেজুলেশন দাখিল করে ক্ষতিগ্রস্থ
ব্রীজ সংস্কারের অর্থ আত্বসাতের অভিযোগ করেছে ওই ইউনিয়নের ১১জন ইউপি সদস্য।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেয়া অভিয়োগে জানা গেছে,
ডোমার উপজেলা পরিষদ থেকে জোড়াবাড়ী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ব্রীজ সংস্কারের জন্য
এডিবির প্রকল্পের মাধ্যমে ২লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত অর্থ ইউপি চেয়ারম্যান আবুল
হাছান ইউপি মেম্বারদের না জানিয়ে নিজেই প্রকল্প কমিটির সভাপতি সেজে ভূয়া প্রকল্প
কমিটি ও রেজুলেশন দাখিল করে গত ২১আগষ্ট বরাদ্দকৃত সমুদয় টাকা উত্তোলন করেন। এ ব্যাপারে
ইউপি চেয়ারম্যান আবুল হাছান জানান, ক্ষতিগ্রস্থ ব্রীজ দুটির কাজ শেষ করে নিয়ম
অনুযায়ী টাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা
জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখা হ”েছ। অভিযোকারী ইউপি সদস্যরা
হলেন-আব্দুল জলিল,সিরাজুল হক,আব্দুস ছালাম,মফিজুল ইসলাম,আব্দুল আজিজ,আব্দুল
হাই,জাহেরুল ইসলাম,আজিজুল ইসলাম,রুনা আকতার লায়লা, রিনা আফরোজ ও লায়লা বানু।