হিন্দুরা ব্যাঙ - BD News Online

শনিবার, ২৬ আগস্ট, ২০১৭

হিন্দুরা ব্যাঙ

ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ  ১০ নং হরিণচড়া ইউনিয়নের নতুন পূজা উদযাপন কমিটি গঠন অনুষ্ঠানে ”ব্যাঙ কে যেমন এক জায়গায় করে মাপা যায় না, তেমনি হিন্দুদের কে ও এভাবে মাপা যায় না” এমনি মন্তব্য করেন  হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদের জেলা সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী গত ২৫ আগস্ট  শুক্রবার  ধরনীগঞ্জ বুডি মন্ডবে তিনি আরও মন্তব্য করেন হিন্দুরা নৌকা ছাড়া কিছু বুঝে না। হরিণচড়া ইউনিয়নে হিন্দু সপ্রদায়ের মানুষ তাকে শ্রদ্ধা ভরা সম্মান করে আসছিলেন, তার এই মন্তব্যে ভীশন ভাবে ব্যথিত, তারা বলেন আমরা তাকে সভাপতি বানিয়েছিলাম। ইউনিয়
নবাসী এর তীব্র প্রতিবাদ জানায়। সেখানে নতুন কমিটি সভাপতি বাবু ভোলানাথ রায় (মাষ্টার) দিলিপ মুখপাধ্যায় কে সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা এডহক কমিটির সদস্য বৃন্দ ও ইউনিয়নের প্রতিটি মন্দির এবং দূর্গা, বাসন্তি মন্ডবের সভাপতি ও সম্পাদক সহ স্থানীয় হিন্দু ধর্মীয় গন্য মান্য ব্যক্তি বর্গ।