নীলফামারী ডোমারে নব বিবাহিত বর গোলায় দড়ি দিয়ে আত্বহত্যা। - BD News Online

শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

নীলফামারী ডোমারে নব বিবাহিত বর গোলায় দড়ি দিয়ে আত্বহত্যা।

 ডোমার জোড়াবাড়ীতে নব-বরের ঝুলন্ত লাশ উদ্ধার করে ডোমার থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার দক্ষিন জোড়াবাড়ী ৩নং ওয়ার্ডের ফকির পাড়া গ্রামে । সারেজমিনে জানাজায়, উক্ত গ্রামে মৃত: ইউনুস আলীর ছেলে হামিদুল ইসলাম (৩০) এর সাথে গতকাল বৃহস্পতিবার উপজেলার চিলাহাটি নিজ ভোগডাবুড়ী গ্রামের রুহুল আমিনের কন্যা রিপা আক্তার (২০) এর সাথে বিবাহ হয়। সন্ধ্যায় নতুন বৌ নিয়ে বাড়ী আসে। আজ বৌ ভাতের দাওয়াত ছিল ছেলের বাড়ীতে, কিন্তু বাঁধসাধে নিয়তি। ১৮ আগস্ট শুক্রবার বিয়ে নিয়ে যখন ব্যস্ত,সবার অগোচড়ে সকাল ১১ টায় পাশ্বের বাড়ী মফিজুলের ঘড়ের স্বরের সাথে গলায় রশি দিয়ে আত্বহত্যা করে নব-বর হামিদুল। মফিজুলের স্ত্রী রাহেনা বেগম জানান, আমরা বর কনে নিয়ে সন্ধ্যায় বাড়ী ফিরি আজ বাড়ীভরা আত্বীয় স্বজন নিয়ে যখন ব্যস্ত ঘড়ে গিয়ে দেখী হামিদুলের লাশ ঝুলে আছে।
এ বিষয়ে নব-বধু রিপা আক্তার জানান, সে নিজেই প্রস্তাব দিয়ে আমাকে বিয়ে করেছে, রাতে অনেক গল্প হয়েছে কিন্তু আজ সকালে স্বামীর আতœহত্যায় বিষয়ে আমি নিজেই হতভঙ্গ হয়েছি। বিকালে ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী ঘটনা স্থল পরিদর্শন করেন এবং এসআই অনন্ত কুমার রায় লাশের সুরতাহাল করে।