ডোমারে চলাচলে বাধা দেয়ায় ইউ,এন,ও কে এলাকাবাসীর নালিশ - BD News Online

শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

ডোমারে চলাচলে বাধা দেয়ায় ইউ,এন,ও কে এলাকাবাসীর নালিশ

নীলফামারীর ডোমারে বন্যা কবলিত এলাকায় জমির উপর দিয়ে ভেলা চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নিবার্হী কার্যালয় জমায়েত হয়ে মৌখিক নালিশ করেছে এলাকাবাসী ।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।

জানা গেছে,গত  বুধবার রাতে (১০ই আগষ্ট) প্রবল বষর্নে উপজেলা পরিষদ অফিসের পিছনে ফরেষ্ট সংলগ্ন ভাটিয়াপাড়া রাস্তায় ব্রীজের কাঁচা সড়ক পানির তোরে ভেসে যায় । এই ভেসে যাওয়া অংশে এলাকাবাসী  ভেলায় সড়ক পারাপার করতে গেলে বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ীর কৃষক মজিবর রহমান(৬০),তার পুত্র বেলাল(৩৫),দুলাল(৩২) বাধা দেয় ।এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে দুলাল (৩২) আহত হয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ।
্এ ব্যাপারে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান,এ ঘটনায় উত্তেজনা দেখা দিলেও কোন গন্ডগোল হয়নি । মুজিবর রহমান ডোমার থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে ।থানা যেন মিথ্যা মামলা না নেয় সে জন্য ইউ,এন,ও মহোদয়ের নিকট এলাকাবাসী ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে ।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবিহা সুলতানা জানান, গ্রামবাসী কে চলাচলে বাধা দেওয়া ঠিক হয়নি । যদিও এতে তার ফসল ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই । লিখিতভাবে ওসিকে জানাতে বলেছি ।আমিও ওসির সংগে কথা বলব ।