নীলফামারী ডোমারে ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
![]() |
| ঘোড়দৌড় প্রতিযোগীতা |
ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ -নীলফামারীর ডোমারে ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পশ্চিম বোড়াগাড়ী যুব ঐক্য পরিষদের উদ্যোগে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা,ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি)মোকছেদ আলী,বোড়াগাড়ী ইউনিয়ন আাওয়ামীলীগের সভাপতি মনছুর আলী,সাধারন সম্পাদক মনজুর আহমেদ ডন,বোড়াগাড়ী প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমূখ। ঘোড়দৌড় প্রতিযোগীতায় এ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন-ঠাকুরগাঁও জেলার রানী শংকর উপজেলার চাঁন মিয়া।
দ্বিতীয় হয়েছেন-দিনাজপুর জেলার পাঁচপীর মোহনপুর এলাকার শহিদুল মেম্বার। বি গ্রুপে প্রথম স্থান অধিকার করেন বিরামপুর ঘোড়াঘাট উপজেলার হযরত আলী।দ্বিতীয় হয়েছেন দিনাজপুর জেলার পাঁচপীর মোহনপুর এলাকার শহিদুল মেম্বার।
সি গ্রুপে প্রথম হয়েছেন রংপুর পলাশবাড়ী ধাপের হাট এলাকার আব্দুল গোফ্ফার।
দ্বিতীয় হয়েছেন একই এলাকার রফিকুল ইসলাম মেম্বার। বিজয়ীদেরকে একটি করে এলইডি টিভি পুরস্কার দেয়া হয়। প্রতিযোগীতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩০টি ঘোড়া অংশ নেয়।
