আগামী নির্বাচন জাতির অস্তিত্ব রক্ষার নির্বাচন: নাসিম - BD News Online

বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭

আগামী নির্বাচন জাতির অস্তিত্ব রক্ষার নির্বাচন: নাসিম

আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে বাঙ্গালি জাতির অস্তিত্ব রক্ষার নির্বাচন। বিএনপি জামায়াতে ইসলামীকে নিয়ে আবারো মাঠে নামছে নির্বাচন ভণ্ডুল করার জন্য। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেছেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন মুক্তিযোদ্ধা জনতাকে সতর্ক থাকতে হবে, ওরা ক্ষমতায গেলে জাতীয় অস্তিত্ব বিপন্ন হবে। 
২১ আগস্টের মত আবারো ভয়াবহ হত্যাযজ্ঞের পুনরাবৃত্তি ঘটবে।
জেলা আওয়ামীলীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। এর আগে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনী ফলক উন্মোচন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন।