লিয়েন আছে এমন ২০ গ্রহে NASA - BD News Online

বুধবার, ১ নভেম্বর, ২০১৭

লিয়েন আছে এমন ২০ গ্রহে NASA

নাসার কেপলার টেলিস্কোপে চোখ রেখে এমন ২০টি গ্রহের সন্ধান পেলেন গবেষকেরা। সৌরজগতের বাইরে ওইসব গ্রহে প্রাণ থাকতে পারে বলে অনুমান করছেন তাঁরা। অর্থাৎ, এগুলিতেই হয়ত রয়েছে এলিয়েন।

ওই গ্রহগুলিও পৃথিবীর মতই সূর্যের মত নক্ষত্রের চারপাশে ঘোরে বলে দাবি করেছেন গবেষকেরা। কয়েকটি গ্রহ নিজের চারপাশে ঘুরতে পৃথিবীর হিসেবে ১৮দিন সময় নেয়। এর মধ্যে রয়েছে এমন একটি গ্রহ, যে নক্ষত্রের চারপাশে ঘুরতে সময় নেয় ৩৯৫ দিন। এতে সবথেকে বেশি প্রাণ থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এটি নাসার K2 অভিযানের অংশ ছিল।

KOI-7923.01 নামের একটি গ্রহ আকারে পৃথিবীর তুলনায় ৯৭ শতাংশ বড়। এটি আমাদের পৃথিবীর তুলনায় কিছুটা ঠাণ্ডা। কারণ নক্ষত্র থেকে কিছুটা দূরে রয়েছে। নক্ষত্রটিও সূর্যের তুলনায় ঠাণ্ডা। অর্থাৎ পৃথিবীর তুন্দ্রা অঞ্চলের মত আবহাওয়া এই গ্রহে। তবে জল রয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়।
গবেষকদের এই টিম এব্যাপারে ৭০-৮০ শতাংশ নিশ্চিত যে এই গ্রহগুলিতেই প্রাণের আশা থাকতে পারে। তবে আরও বেশি পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা।