আমি না, দিন শেষে শাকিব একা : অপু বিশ্বাস
নয় বছর কেটে গেলেও বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস জুটি। এ বছর প্রথম সন্তান আব্রাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে বিয়ের বিষয়টি প্রকাশ করে দেন অপু।
এ নিয়ে শাকিবের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এখন ছেলেকে নিয়ে একাই আছেন অপু। সম্প্রতি চ্যানেল আইয়ের অনুষ্ঠানে এসে অপু দাবি করেন, তিনি নন। দিন শেষে শাকিব একা।
অপু বলেন, আমার কাছে আমার জয় আছে। তার (শাকিবের) কাছে কেউ নাই। আমি কাজ শেষে, বেলা শেষে রাত্রে আমার বুকের মধ্যে জড়ায়ে নিচ্ছি আমার সন্তানকে। আমার কাছে মনে হয় যে শাকিব টোটালি একা। না তার কাছে জয় আছে।
অপু বলেন, আমার কাছে আমার জয় আছে। তার (শাকিবের) কাছে কেউ নাই। আমি কাজ শেষে, বেলা শেষে রাত্রে আমার বুকের মধ্যে জড়ায়ে নিচ্ছি আমার সন্তানকে। আমার কাছে মনে হয় যে শাকিব টোটালি একা। না তার কাছে জয় আছে।
না তার ওয়াইফ (স্ত্রী) তাকে টেক কেয়ার (খেয়াল) করছে। আপনজন-রক্ত, এটা ঈশ্বরের আশীর্বাদ, এটা অনুভব করা, এটার উপলব্ধি ব্যাখ্যা করে বোঝানো যায় না।
'সাময়িকী' শিরোনামের ওই অনুষ্ঠানের সঞ্চালক আব্দুর রহমানের প্রশ্নের জবাবে অপুর আরও বলেন, আমার খারাপ লাগে ও (শাকিব) ভীষণ একা। আমি একা না। আমি যখন ঘরে ঢুকে ছেলেটাকে দেখি এবং ও জড়ায়ে আমার বুকে আসে... পৃথিবীর পৃথিবীর সব প্রেম ভালোবাসা তুচ্ছ। সেটা হতে পারে স্বামীর। সেটা হতে পারে বাবা-মারও। কারণ সন্তানটা আমার।
'সাময়িকী' শিরোনামের ওই অনুষ্ঠানের সঞ্চালক আব্দুর রহমানের প্রশ্নের জবাবে অপুর আরও বলেন, আমার খারাপ লাগে ও (শাকিব) ভীষণ একা। আমি একা না। আমি যখন ঘরে ঢুকে ছেলেটাকে দেখি এবং ও জড়ায়ে আমার বুকে আসে... পৃথিবীর পৃথিবীর সব প্রেম ভালোবাসা তুচ্ছ। সেটা হতে পারে স্বামীর। সেটা হতে পারে বাবা-মারও। কারণ সন্তানটা আমার।