ধর্ষণ রুখে দিল কুকুর - BD News Online

রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

ধর্ষণ রুখে দিল কুকুর

জীবন দিয়ে মনিবকে রক্ষা করে কুকুর- এর ঢের ঢের নজির আছে পৃথিবীতে। এই প্রাণিটি যে প্রবল প্রভুভক্ত আরও একবার তার প্রমাণ পাওয়া গেল ব্রিটেনে। এক ব্রিটিশ নারীকে ধর্ষণ থেকে রক্ষা করলো তার পোষ্য কুকুর।
পুলিশ সূত্রের খবর, বার্কশায়ারের এক নারী তার প্রিয় পোষ্যকে নিয়ে পার্কে বেড়াতে গিয়েছিলেন। সন্ধার দিকে পার্ক তখন বেশ অন্ধকার। তেমন কোন লোকজনও ছিল না। এই সুযোগে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেই নারীকে ধর্ষণের চেষ্টা করে। তিনি যখন সাহায্যের জন্য চিৎকার শুরু করেন, তখনই তার প্রিয় কুকুরটি ঝাঁপিয়ে পড়ে আততায়ীর উপর।  

 চোখের সামনে এমন ঘটনা দেখে নারীটি জ্ঞান হারান। কুকুরের সঙ্গে পেরে উঠতে না পেরে পালিয়ে যায় 


অজ্ঞাতপরিচয় ব্যক্তিও। গোটা ঘটনাটির কথা পুলিশকে জানানো হয়েছে। নারীর বর্ণনা অনুযায়ী অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছবি তৈরি করা হয়েছে।
বিভিন্ন থানায় সেই ছবি পাঠানো হয়েছে। আততায়ীর খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। ‌‌