খালেদা জিয়ার সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির বৈঠক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন।
সকাল ১১টার দিকে মার্কিন ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যায়। সাড়ে ১১টা পর্যন্ত চলে বৈঠক। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বৈঠকে সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যু, রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। তবে বৈঠকের আলোচনা সম্পর্কে বিএনপির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।