এই মন্দিরে মানুষ গেলে পাথর হয়ে যায় - BD News Online

রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

এই মন্দিরে মানুষ গেলে পাথর হয়ে যায়

রাজস্থানের খাজুরাহো মন্দির
অভিশপ্ত মন্দির! এমন মন্দির, যেখানে অভিশাপে মানুষ পাথর হয়ে যায়৷ এমনটাই কথিত আছে ভারতের রাজস্থানের কিরারুতে অবস্থিত এই মন্দিরটি৷ সারারাত এই মন্দির চত্বরে থাকা মানেই আপনার মৃত্যু অনিবার্য৷
ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে হিন্দু মন্দির৷ এই সমস্ত মন্দিরকে ঘিরেই রয়েছে বেশ কিছু অকথিত কাহিনী৷ যেগুলি কাহিনী হিসেবেই রয়েছে৷ সত্য কি না সেই বিষয়ে এখনও কোনও প্রমাণ মেলেনি৷ তবে, এই সমস্ত মন্দিরকে ঘিরে যা কথিত রয়েছে সেই সমস্ত ঘটনা একেবারে হাড়হিম করা৷ এই সমস্ত ঘটনার সত্যতা যাচাই করারও কেউ চেষ্টা করেন না৷ তেমনই একটি মন্দির রয়েছে রাজস্থানে যাকে ঘিরে জড়িয়ে রয়েছে একটি অবিশ্বাস্য কাহিনী৷ বলা হয়, এই অভিশপ্ত কিরারু মন্দিরে যদি কেউ সারারাত থাকেন তাহলে অভিশাপে পাথর হয়ে যাবে সেই ব্যক্তি৷
রাজস্থানের বাঢ়মের জেলায় এই মন্দিরটি অবস্থিত৷ শহরের নামেই মন্দিরের নামকরণ৷ তবে, একটি মন্দির নয়৷ সাতটি মন্দির রয়েছে এই জায়গায়৷ এই মন্দিরকে ঘিরেই জড়িয়ে রয়েছে এই অবিশ্বাস্য কাহিনী৷ থর মরুভূমিতে অবস্থিত এই মন্দিরটি৷ এই সাতটি মন্দিরের মধ্যে দুটি মন্দিরের অবস্থা একেবারেই ভগ্নপ্রায়৷ জয়সলমীর থেকে মাত্র ১৫৭কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি৷ মানুষ পাথরে পরিণত হওয়ার বিষয়টি আদৌ সত্যি কিনা সেটি যাচাই করে দেখারও সাহস দেখান না কেউ৷
বিশেষজ্ঞদের মতে, কিরারু মন্দিরটি কিরাডকট নামে পরিচিত৷ ছয়ের শতকে কিরারের রাজবংশ এখানে রাজত্ব করত৷ এই মন্দিরেই শিবে ঠাকুর এবং বিষ্ণু দেবতার আরাধনা করা হত একসময়ে৷ দ্বাদশ শতকে সোমেশ্বর রাজা এই মন্দিরে রাজত্ব করতেন৷ সেই সময় তুরাস্কস আক্রমণ করে এই শহরে আর সেই সময়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় মন্দিরটি৷ সেই সময়ই এক ঋষি এই মন্দিরে অভিশাপ দিয়েছিলেন৷
এই মন্দিরের স্থাপত্যকলার জন্যই এটি রাজস্থানের খাজুরাহো নামে পরিচিত৷ এই মন্দিরে ঢুকলেই আপনি এক অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করবেন৷ যদিও এই মানুষের পাথর হয়ে যাওয়ার যথাযথ কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই৷ কিন্তু আজও পর্যটকেরা এই মন্দিরে সূর্যাস্তের পরে যেতে ভয় পান৷

1 টি মন্তব্য