নাবালিকা মেয়েকে ডেকে এনে গণধর্ষণ করাল মহিলা
ভারতে মধ্যপ্রদেশের রাজধানী শহরে গণধর্ষণের শিকার এক নাবালিকা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ মোট চার জনকে।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপালে। জাহাঙ্গিরাবাদ থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে নাবালিকা গণধর্ষণের ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন মহিলাও রয়েছে। ধর্ষক তিন জনের পরিচয় জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই তিন জন হল জ্ঞানেন্দ্র, লোকেশ এবং নান্নু লাল। এছাড়াও এই ঘটনার পিছনে এক মহিলার হাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ সেই মহিলাই গণধর্ষণের শিকার হওয়া নাবালিকাকে ডেকে নিয়ে এসেছিল। অভিযুক্ত সেই মহিলাকেও নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সমগ্র ঘটনার তদন্তে নেমেছে জাহাঙ্গিরাবাদ থানা।