নীলফামারী ডোমারে গলায় রশি দিয়ে কৃষকের আত্মহত্যা - BD News Online

সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

নীলফামারী ডোমারে গলায় রশি দিয়ে কৃষকের আত্মহত্যা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মোশারফ হোসেন(৬৫)নামের এক কৃষক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার সকাল আট টার দিকে উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা গ্রামের নিজ শোয়ার ঘরের স্বরের সাথে গলায় রশি দিয়ে আত্বহত্যা করে। তিনি ওই এলাকার মৃত নেহা পান্ডার ছেলে। 
পরিবারের সদস্যদের বরাদ দিয়ে পাঙ্গামটকপুর ইউপি চেয়ারন্যাম আব্দুল মজিদ জানান, পারিবারিক কলহের কারণে সকালের নাস্তা খেয়ে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় মোশারফ। বাড়ীর লোকজন ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ঘড়ের স্বরের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।এ ব্যাপারে ইউডি মামলা হলেও কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ