চক্ষুলজ্জার মাথা খেয়ে পার্কিং লটের সামনেই পোশাক পরিধান করলেন এ দুই অভিনেত্রী - BD News Online

সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

চক্ষুলজ্জার মাথা খেয়ে পার্কিং লটের সামনেই পোশাক পরিধান করলেন এ দুই অভিনেত্রী

অ্যালিসিয়া ও মেরি
আমেরিকান চলচ্চিত্রের দুই অভিনেত্রী অ্যালিসিয়া আর্ডেন ও মেরি ক্যারে।পার্টিতে যাওয়ার আগে বাকিদের মতো নিজেদের সাজগোজের কোনো কমতি রাখেননি এই দুই অভিনেত্রী। 
কিন্তু পার্টিতে ঢোকার ঠিক আগ মুহূর্তে মনে পরল নিজেদের অন্তর্বাস পড়তে ভুলে গেছেন। হাতের কাছে একটি দোকান থেকে দু’জনেই চটপট কিনে ফেললেন অন্তর্বাস। 
কিন্তু তাড়া তখন এতটাই যে সেগুলো পড়ার জন্য আলাদা সময় ব্যয় করতে পারলেন না কেউ-ই। এদিনে পার্টিতে তখন ভিড় বাড়ছে। অভিনেত্রীদের অপেক্ষায় রয়েছেন অনেকে। 
অতএব, চক্ষুলজ্জার মাথা খেয়ে পার্কিং লটের সামনেই এক নিরালা কোণে পোশাক পরিধান করলেন এ দুই অভিনেত্রী। তবে বিপদে পড়ে একে অপরকে সাহায্যও করলেন যথেষ্ট। 
দুই অভিনেত্রীর অন্তর্বাস বদলানোর সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। ফোটোগ্রাফারের সৌজন্যে পুরো দুনিয়ে জেনে গেছে ঠিক কী কী রঙের অন্তর্বাস কিনেছিলেন অ্যালিসিয়া ও মেরি।