শিশু ধর্ষণের পর হত্যা, সৎ চাচার মৃত্যুদণ্ড
ময়মনসিংহে সুমাইয়া আক্তার (০৬) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সৎ চাচা সাইফুল ইসলামকে (২০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শিব্বির আহম্মেদ লিটন জানান, ২০১৫ সালের ২৩ জানুয়ারি সদর উপজেলার চরঈশ্বরদিয়া ১নং বেড়িবাঁধ সংলগ্ন সরকারি গুচ্ছগ্রামে সৎ ভাই সিরাজ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে আব্দুল আজিজের ছেলে সাইফুল ইসলাম। ওই দিন কোতোয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন নিহতের বাবা সিরাজ মিয়া। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মামলা হিসেবে দায়ের হয়।
আসামিরা আগামী ৬০ দিনের মধ্যে উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে বলেও রায়ে উল্লেখ করা হয়।