রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০ - BD News Online

রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

রংপুর-ঢাকা-মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে মানিক (২২) মিঠাপুকুরের পায়রাবন্দ কালিগঞ্জ গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রী। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।  

এ ব্যাপারে স্থানীয়রা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস লালমনিরহাট যাওয়ার সময় উল্লেখিত এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সাইকেল আরোহীকে চাপা দিয়ে উল্টে পড়ে। এতে ওই দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ১০ জন বাসযাত্রী। 



খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতদের মরদেহ উদ্ধারসহ আহতদের হাসপাতালে নিয়ে যায়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি বাবুল মিয়া।