বাবার জন্মদিনের পার্টিতে আহত শাহরুখের মেয়ে
২ নভেম্বর বলিউডের জন্য একটি বিশেষ দিন। কেননা এই দিনেই বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। বৃহস্পতিবার পরিবার ও বন্ধুদের নিয়ে জন্মদিনের পার্টিতে প্রাণবন্ত সময় কাটান শাহরুখ। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। আহত হলেন শাহরুখের মেয়ে সুহানা খান।
মিড ডে-র খবর অনুযায়ী, শাহরুখের জন্মদিনের পার্টিতে তারকাদের মেলা বসেছিল। শাহরুখের বন্ধুদের ভেতর উপস্থিত ছিলেন ফারহা খান, করন জোহর, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট প্রমুখ। পার্টিতে বন্ধুদের নিয়ে উপস্থিত ছিলেন শাহরুখ সন্তান আরিয়া ও সুহানা।
তবে দুর্ঘটনা ঘটে যখন পার্টির পর মধ্যরাতে সমুদ্রের পাড়ে বাইক রাইডে বের হয়েছিলেন তারকারা। শাহরুখের বাইকে ছিলেন দীপিকা। একটি বাইকে ছিলেন আলিয়া সিদ্ধার্থ। অন্য একটি বাইকে আরিয়ানের পিছনে বসেছিলেন সুহানা। বাইক রাইড সেরে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। আরিয়ান ব্যালান্স হারিয়ে ফেলেন। ফলত বাইক থেকে পড়ে যান সুহানা।
পরবর্তীতে জানা যায়, সুহানা পড়ে যাওয়ার পরই দৌড়ে আসেন শাহরুখ। আরিয়ানকে বরফ নিয়ে আসতে বলেন। ওই রাতেই চিকিৎসককে ডেকে আনেন বাংলোতে। প্রাথমিক চিকিৎসার পর সুহানা এখন সুস্থ আছেন বলে জানা যায়
মিড ডে-র খবর অনুযায়ী, শাহরুখের জন্মদিনের পার্টিতে তারকাদের মেলা বসেছিল। শাহরুখের বন্ধুদের ভেতর উপস্থিত ছিলেন ফারহা খান, করন জোহর, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট প্রমুখ। পার্টিতে বন্ধুদের নিয়ে উপস্থিত ছিলেন শাহরুখ সন্তান আরিয়া ও সুহানা।
তবে দুর্ঘটনা ঘটে যখন পার্টির পর মধ্যরাতে সমুদ্রের পাড়ে বাইক রাইডে বের হয়েছিলেন তারকারা। শাহরুখের বাইকে ছিলেন দীপিকা। একটি বাইকে ছিলেন আলিয়া সিদ্ধার্থ। অন্য একটি বাইকে আরিয়ানের পিছনে বসেছিলেন সুহানা। বাইক রাইড সেরে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। আরিয়ান ব্যালান্স হারিয়ে ফেলেন। ফলত বাইক থেকে পড়ে যান সুহানা।
পরবর্তীতে জানা যায়, সুহানা পড়ে যাওয়ার পরই দৌড়ে আসেন শাহরুখ। আরিয়ানকে বরফ নিয়ে আসতে বলেন। ওই রাতেই চিকিৎসককে ডেকে আনেন বাংলোতে। প্রাথমিক চিকিৎসার পর সুহানা এখন সুস্থ আছেন বলে জানা যায়
