যৌনতা নিয়ে বিস্ফোরক বিদ্যা!
কথায় রাখঢাক রাখার অভ্যাস বিদ্যা বালানের নেই তা আগেও অনেকবার দেখেছে তার ভক্তরা। যা মনে আসে তাই বলে দেন অকপটে। অভিনয়েও সাহসি চরিত্রগুলো বেছে নেন চোখ বন্ধ করে। এবার যৌনতা নিয়ে নিজের মত প্রকাশ করলেন এ বলিউড অভিনেত্রী। একইসঙ্গে এ নিয়ে কিছু প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন।
যৌনতা নিয়ে কেন খোলাখুলি আলোচনা হয় না? প্রশ্ন তোলেন বিদ্যা।
ভারতীয় সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে মানুষকে যৌনতা দিয়েই বিচার করা হয়, সে বিষয়ের জন্যই হোক বা সন্তানের জন্ম দেওয়ার জন্য। যৌনতা হল একটা অনুভূতি, কোনও নিষিদ্ধ বস্তু নয়। বরং এতেই তিনি আশ্চর্য হন যে কেন এই যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা চলে না এখনও!
বিদ্যার মতে, যৌনতা নিয়ে এখনও এত রাখঢাক থাকার কারণ হল, ভারতীয় সংস্কৃতিতে শুধুমাত্র বিয়ের ক্ষেত্রেই যৌনতার বিষয়টা উঠে আসে সন্তানের জন্ম দেওয়ার জন্য। যৌনতার আনন্দ, অনুভূতি, ঘনিষ্ঠতার বিষয়টাই এখানে হারিয়ে যায়।
এর আগে বিদ্যা বালান তার যৌন হয়রানির অভিজ্ঞতার কথা শেয়ার করেন। ক্যারিয়ারের শুরুতে একের পর এক যৌন হেনস্থার স্বীকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু পরিবারের ভয়ে মুখ খুলতে পারেননি।
'বেগমজান', 'ডার্টি পিকচার', 'কাহানী' - এর মতো আলোচিত ছবিতে তুখোড় অভিনয় করে দর্শকের হৃদয়ে নিজের শক্ত আসন তৈরি করেছেন বিদ্যা। এরমধ্যে বেগমজান ও ডার্টি পিকচার ছবিতে বিদ্যাকে দর্শক পেয়েছে ব্যতিক্রমী চরিত্রে। ব্যাপক খোলামেলা হয়ে নিজেকে তুলে ধরেছেন ডার্টি পিকচারে। কিছু দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের নতুন ছবি 'তুমহারি সুলু। তার আগে যৌনতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফের আলোচনায় উঠে এলেন এই অভিনেত্রী।