‘প্রতি সপ্তাহে এখানে মেয়েদের হাটে তোলা হতো বিয়ের জন্য’ - BD News Online

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

‘প্রতি সপ্তাহে এখানে মেয়েদের হাটে তোলা হতো বিয়ের জন্য’

চাঞ্চল্যকর! ভারতে ফের হাই প্রোফাইল সেক্স-ব়্যাকেটের পর্দা ফাঁস৷ কুরলার কামগর নগর থেকে মঙ্গলবার ৩ কিশোরীকে উদ্ধার করে মুম্বইয়ের নেহরু নগর পুলিশ৷ এই মধুচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ মহিলাকে৷
বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামের কিশোরীদের অর্থ-চাকরি বা বিয়ের প্রলোভন দেখিয়ে মুম্বইয়ের মতো বড় বড় শহরে এনে দেহব্যবসার কাজে লাগানো হয়৷ আবার অনেকেই অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য এই কাজে নামে৷