খুলনা-কলকাতা রুটে ট্রেন চালু হচ্ছে ৯ নভেম্বর - BD News Online

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

খুলনা-কলকাতা রুটে ট্রেন চালু হচ্ছে ৯ নভেম্বর

দীর্ঘ প্রতিক্ষার পর খুলনা থেকে কলকাতা রুটে ট্রেন চালু হচ্ছে আগামী ৯ নভেম্বর।

ওইদিন উদ্বোধন হলেও বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলবে ১৬ নভেম্বর থেকে। এজন্য খুলনা ও বেনাপোলে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। সংশ্লিষ্টরা বলছেন, এই রুটে ট্রেন চালু হলে দুর্ভোগ কমবে যাত্রীদের। ব্রিটিশ শাসনামলে খুলনা-কলকাতা রুটে ট্রেন চালু থাকলেও তা বন্ধ হয়ে যায় ১৯৬৫ সালে। ২০১৭ সালে এ রুটে আবারও চালু হচ্ছে ট্রেন, নাম বন্ধন এক্সপ্রেস। চিকিৎসা, ভ্রমণ, কেনাকাটা ও ব্যবসায়িক কাজে প্রতিদিনই কলকাতা যান খুলনাসহ আশেপাশের অসংখ্য জেলার মানুষ কলকাতা যান। ট্রেন চালু হলে দুর্ভোগ কমবে বলে আশা তাদের। আগামী ৯ নভেম্বর ট্রেনটি উদ্বোধন হলেও বাণিজ্যিকভাবে যাত্রীবাহি ট্রেনটি চলবে ১৬ নভেম্বর। রেল কর্তৃপক্ষ বলছে, আপাতত সপ্তাহে শুধু বৃহস্পতিবার চলবে এই ট্রেন। ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ হবে বেনাপোল ও কলকাতায়। ট্রেনে খুলনা থেকে কলকাতা পর্যন্ত ১৭৫ কিলোমিটার যেতে সময় লাগবে ৫ ঘন্টা। ৮টি বগির এই ভারতীয় ট্রেনটিতে যাত্রী ধারণ ক্ষমতা ৪৫৬ জন।