'ভালোবাসার বাড়ি' মুক্তি পাচ্ছে ১৫ ডিসেম্বর!
এবার গল্পটা মধ্যবিত্ত পরিবারের টানা পোড়ানের। মধ্যবিত্তের এমন পটভূমিকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে চলচ্চিত্র- ভালোবাসার বাড়ি। আলো আর চাঁদের বাড়ির মতো সফল সিনেমা তৈরির পর, আবারও রেডি পরিচালক- তরুণ মজুমদার এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্ত। এখন অপেক্ষা শুধুই ম্যাজিকের।
একান্নবর্তী পরিবারের গল্প; ভালোবাসার বাড়ি। যেখানে আছে সুখ-দুঃখ-হাসি-কান্না আর অর্থনৈতিক টানাপোড়েন।
মধ্যবিত্ত এই পরিবারের মধ্যমণি ঋতুপর্ণা সেনগুপ্ত। যাকে কেন্দ্র করেই এগিয়েছে; ছবির গল্প।
ছবিটি পরিচালনা করেছেন প্রবীণ নির্মাতা তরুণ মজুমদার। এর আগে 'আলো' ও 'চাঁদের বাড়ি' নামের দুটি চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান ঋতুপর্ণা। প্রত্যাশা, ব্যতিক্রম হবে না এবারও।
ছবিতে আরো অভিনয় করেছেন শিলা মজুমদার, দ্বীজেন বন্দোপাধ্যায়, প্রতীকসহ অনেকে। প্রচেত গুপ্ত কাহিনীতে তৈরি 'ভালোবাসার বাড়ি' মুক্তি পাবে; ১৫ ডিসেম্বর।
মধ্যবিত্ত এই পরিবারের মধ্যমণি ঋতুপর্ণা সেনগুপ্ত। যাকে কেন্দ্র করেই এগিয়েছে; ছবির গল্প।
ছবিটি পরিচালনা করেছেন প্রবীণ নির্মাতা তরুণ মজুমদার। এর আগে 'আলো' ও 'চাঁদের বাড়ি' নামের দুটি চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান ঋতুপর্ণা। প্রত্যাশা, ব্যতিক্রম হবে না এবারও।
ছবিতে আরো অভিনয় করেছেন শিলা মজুমদার, দ্বীজেন বন্দোপাধ্যায়, প্রতীকসহ অনেকে। প্রচেত গুপ্ত কাহিনীতে তৈরি 'ভালোবাসার বাড়ি' মুক্তি পাবে; ১৫ ডিসেম্বর।