হতভম্ভ ক্রিটাঙ্গন শুভাশীষের আচরণে - BD News Online

বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

হতভম্ভ ক্রিটাঙ্গন শুভাশীষের আচরণে

বিপিএলের পঞ্চম আসরে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যে ম্যাচ চলাকালীন ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ব্যাটিং প্রান্তে থাকা রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দিকে তেড়ে গেলেন চিটাগং ভাইকিংসের পেসার শুভাশীষ রায়! জাতীয় দলের অধিনায়কের সঙ্গে তারই এক সতীর্থের এমন ঘটনায় হতভম্ব হয়ে গেছে দেশের ক্রিকেটাঙ্গন!

ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে ঘটনা।
ব্যাটিং প্রান্তে ছিলেন মাশরাফি। আর বোলিং করছিলেন শুভাশীষ। এক বল আগেই একটি বাউন্ডারি হাঁকিয়েছেন। তৃতীয় বলটি রক্ষ্মণাত্মক ভঙ্গিতে খেললেন ম্যাশ। বল চলে গেল সোজা বোলার শুভাশিসের হাতে। শুভাশিস মাশরাফির দিকে থ্রো করার ভঙ্গি করলেন। কিন্তু শেষ পর্যন্ত করেননি।
ঠিক সেই মুহূর্তে মাশরাফি হাত নেড়ে কিছু একটা বলেন শুভাশীষকে। কিন্তু হঠাৎ কী হলো শুভাশীষের, তিনি কিছু একটা বলতে বলতে বল হাতে তেড়ে গেলেন ম্যাশের দিকে! সাথে সাথে আম্পায়ার এবং চিটাগংয়ের সতীর্থরা ছুটে এসে অনেক কষ্টে সরিয়ে নিয়ে যান শুভাশীষকে।
হতভম্ব হয়ে গেলেন মাশরাফি! সাথে হতভম্ব হলেন দর্শকরা!
বাংলাদেশের জনপ্রিয়তম ব্যক্তিটির নাম মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটার হিসেবে যেমন জনপ্রিয়, তার চেয়েও বেশি জনপ্রিয় একজন ব্যক্তি হিসেবে। সতীর্থদের মাঝে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। ম্যাশের আদরমাখা শাসন পেয়ে অভ্যস্ত জাতীয় দলের জুনিয়র ক্রিকেটাররা। সেই তারকা ক্রিকেটারের সঙ্গে এমন আচরণে গ্যালারিজুড়েও হৈ চৈ শুরু হয়ে যায়।