ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন দুই ভাই - BD News Online

শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন দুই ভাই

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন দুই ভাই। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড।

নিহতের পরিবারের অভিযোগ, গতরাতে আলফাডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন দুই ভাই ইদ্রিস ও লাভলু মোল্লা। শ্মশানঘাট এলাকায় কাওসার শেখের লোকজন তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুই ভাইকে। তাদের প্রথমে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে, ভর্তি করা হয়, ফরিদপুর মেডিকেলে। সেখানে মৃত্যু হয়, ইদ্রিস ও লাভলু মোল্লার