রংপুরে ফেসবুক মন্তব্য ঘিরে সংঘর্ষে নিহত ১
রংপুর সদর |
রংপুরে মহানবীকে (সাঃ) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার প্রতিবাদকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাবিব নামে স্থানীয় এক যুবক (২৭) নিহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়া শাহ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এতে পুলিশসহ অন্তত ১০জন আহত হয়েছেন।